ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে সাংবাদিক মারপিটের মামলায় প্রকৌশলী জেলহাজতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
সিরাজগঞ্জে সাংবাদিক মারপিটের মামলায় প্রকৌশলী জেলহাজতে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে ৫ সাংবাদিককে মারপিটের ঘটনায় পাঁচ জনের নামউল্লেখসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলার প্রধান আসামি ঠিকাদারি প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকশনের প্রকৌশলী আমিরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। আমিরুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মজুমদার পাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে।

 

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী জাহান জানান, ৫ সাংবাদিককে মারপিটের ঘটনায় বাংলানিউজের জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।  
মামলার প্রধান আসামি আমিরুল ইসলামকে গ্রেফতার করে করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার খামার পাইকোশা গ্রামে রাস্তা নির্মাণ কাজে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে ৫ সাংবাদিকের উপর হামলা চালায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ও তার সহযোগীরা।
         
এ ঘটনায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না, এস এটিভির রহমত আলী, বাংলানিউজের স্বপন চন্দ্র দাস, ডেইলি ইন্ডিপেন্ডেন্টের নজরুল ইসলাম ও যায়যায়দিন পত্রিকার মোকাদ্দেস আলীসহ ১০ গ্রামবাসী আহত হন।  বিষয়টি নিয়ে সিরাজগঞ্জের সাংবাদিকমহল তীব্র ক্ষোভ বিরাজ করছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান,  মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।                 

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad