ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মহানবমীর বৃষ্টিতে ফাঁকা ঢাকা, ভোগান্তি কেবল অলিগলির জলজটে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, অক্টোবর ১, ২০২৫
মহানবমীর বৃষ্টিতে ফাঁকা ঢাকা, ভোগান্তি কেবল অলিগলির জলজটে ছবি: শাকিল আহমেদ

ঢাকা: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের সরকারি ছুটি শুরু হয়েছে আজ থেকে। আর ছুটির প্রথম দিন, অর্থাৎ মহানবমীর ভোরেই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা।

বৃষ্টি আর ছুটির প্রভাবে এদিন সকাল থেকেই শহরের চিরচেনা যানজটের রূপ পাল্টে গেছে। সড়কজুড়ে বিরাজ করছে এক ধরনের শান্ত ও ফাঁকা পরিবেশ।

বুধবার (১ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে নেমে এসেছে এক অদ্ভুত শান্তি, যা বছরের অন্য কোনো দিন সহজে চোখে পড়ে না। সাধারণ দিনে যেখানে গণপরিবহনের ভিড়ে সড়ক থাকে স্থবির, সেখানে আজ গণপরিবহন চলেছে তুলনামূলকভাবে কম।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে দেখা যায়, অধিকাংশ সড়কের চিত্র ছিল স্বাভাবিক দিনের তুলনায় ফাঁকা। গণপরিবহন বা ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল চোখে পড়ার মতো কম। কারণ, গতকাল রাত থেকেই অনেক ঢাকাবাসী পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়ি বা অন্য গন্তব্যে ছুটি কাটাতে রাজধানী ছেড়েছেন। এর ফলে সকালের ব্যস্ত সময়েও সড়কে কোনো ধরনের যানজট বা দীর্ঘ সারি দেখা যায়নি।

ভোর থেকেই শুরু হওয়া ঝিরিঝিরি বৃষ্টি মহানবমীর দিনটিতে এক ভিন্ন মেজাজ এনেছে। তবে এর ফলস্বরূপ রাজধানীর অধিকাংশ অলিগলিতে পানি জমে থাকতে দেখা গেছে। প্রধান সড়কে বড় ধরনের জলাবদ্ধতা না থাকলেও, নিচু এলাকার অলিগলিতে পথচারীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে।

বড় গণপরিবহন বা বাসের সংখ্যা কম থাকলেও, বৃষ্টিভেজা সড়কে রিকশা ও অটোরিকশার আনাগোনা ছিল তুলনামূলকভাবে চোখে পড়ার মতো। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য মানুষ এই বাহনগুলোকেই বেছে নিচ্ছেন। তবে যাত্রী কম থাকায় অনেক চালকই অলস সময় পার করছেন, আবার কোথাও কোথাও বৃষ্টি ও চাহিদা বৃদ্ধির অজুহাতে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগও পাওয়া গেছে।

পল্টন মোড়ে রিকশা নিয়ে অপেক্ষমাণ মো. আবুল হোসেন জানান, আজকে রাস্তায় কোনো জ্যাম নাই, খুব শান্তি। তয় বৃষ্টিতে অলি গলিতে পানি জমছে, তাই ভাড়া একটু বেশি নিতে হইতাছে।

এদিকে, ঝিরিঝিরি বৃষ্টির কারণে অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি। যারা বের হয়েছেন, তাদের গন্তব্যে পৌঁছানোর প্রধান বাহন ছিল এই রিকশা ও অটোরিকশা। ফাঁকা সড়কে সহজেই গন্তব্যে পৌঁছাতে পেরে সাধারণ যাত্রীরাও কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।

সেগুনবাগিচায় প্রয়োজনীয় কাজের জন্য আসা বেসরকারি চাকরিজীবী নুরুন্নবী পলাশ বলেন, সাধারণত এই সময়টাতে রাস্তায় যানজটে হাঁসফাঁস করতে হয়, কিন্তু আজ বৃষ্টি আর ছুটির কারণে রাস্তা একেবারেই ফাঁকা। তবে গণপরিবহন কম থাকায় রিকশাই ভরসা, আর ভাড়াটাও একটু বেশি নিচ্ছে।  

বৃষ্টি এবং ছুটির এই পরিস্থিতিতে সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ। পল্টন মোড়ে দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক একজন ট্রাফিক পুলিশ জানান, সরকারি ছুটি এবং আজ সকালে বৃষ্টি হওয়ার ফলে সড়কে গাড়ির চাপ কম। তবে গণপরিবহন কম থাকায় রিকশা ও অটোরিকশা বেশি দেখা যাচ্ছে।  

সব মিলিয়ে, আগামী কয়েক দিন ঢাকার সড়কগুলো এমন শান্ত থাকবে বলেই ধারণা করা হচ্ছে। তবে পূজা উপলক্ষে শহরজুড়ে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইএসএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।