ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রাইভেটকার ধাক্কায় আউয়াল (৬৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আউয়ালের চাচাতো ভাই বাবুল মিয়া জানান, তাদের বাড়ি গাজীপুরে শ্রীপুর উপজেলায়। তেজগাঁও তিব্বত কলোনী বাজার এলাকায় থাকতেন আউয়াল।
তিনি বলেন, গত রাতে এক পথচারী তাদের ফোনকল করে জানায়, হাতিরঝিল এলাকায় একটি প্রাইভেটকার রিকশাচালককে ধাক্কা দিয়েছে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
এজেডএস/এইচএ/