ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

হাতিরঝিলে মধ্যরাতে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, সেপ্টেম্বর ৩০, ২০২৫
হাতিরঝিলে মধ্যরাতে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের ফাইল ছবি

ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রাইভেটকার ধাক্কায় আউয়াল (৬৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।  

সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে মারা যান তিনি।  

আউয়ালের চাচাতো ভাই বাবুল মিয়া জানান, তাদের বাড়ি গাজীপুরে শ্রীপুর উপজেলায়। তেজগাঁও তিব্বত কলোনী বাজার এলাকায় থাকতেন আউয়াল।

তিনি বলেন, গত রাতে এক পথচারী তাদের ফোনকল করে জানায়, হাতিরঝিল এলাকায় একটি প্রাইভেটকার রিকশাচালককে ধাক্কা দিয়েছে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ