ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবরের প্রসার: প্রধান উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, সেপ্টেম্বর ৩০, ২০২৫
ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবরের প্রসার: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে সাংবাদিক মেহেদি হাসানের সাক্ষাৎকারে কথা বলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করে বলেছেন, দেশে কোনো ‘হিন্দুবিদ্বেষী সহিংসতা’ চলছে না।

হিন্দুদের ওপর নির্যাতন-নিপীড়ন নিয়ে ভারতের অভিযোগ অস্বীকার করে তিনি আরও বলেন, ‘দেশটির বর্তমান সময়ের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো ভুয়া খবরের প্রসার। ’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন ধারার সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহদি হাসানের সঙ্গে আলাপকালে অধ্যাপক ইউনূস এসব কথা বলেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশ করে জিটিও।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিস্মিত হয়েছিলাম। তবে অনিচ্ছা সত্ত্বেও দায়িত্ব গ্রহণ করার বিষয়টি মেনে নিয়েছিলাম। আন্দোলনকারীদের উদ্দেশে আমি বলেছিলাম, ‘আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব। ’

নির্বাচন সংক্রান্ত সময়সীমা নিয়ে প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশে নানা ধরনের দাবি রয়েছে। কেউ এখনই নির্বাচন চায়, আবার কেউ চায় অন্তর্বর্তী সরকার আরও পাঁচ বছর থাকুক। আমাদের মূল তিনটি দায়িত্ব হলো সংস্কার, বিচার এবং নির্বাচন। অন্য দুইটি দায়িত্ব সময়সাপেক্ষ হওয়ায় নির্বাচন আয়োজন করতে ১৮ মাস সময় লাগছে। শুধু নির্বাচন করলে আবার আগের মতো ঘটনা ঘটবে। ’

প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের বিষয়ে বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করিনি, তাদের কার্যক্রম কেবল স্থগিত করা হয়েছে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, তবে দল হিসেবে বহাল আছে। আওয়ামী লীগ রাজনৈতিক দলের মতো আচরণ করছে না, তারা মানুষের হত্যার জন্য কখনো অনুশোচনা প্রকাশ করেনি এবং নিজেদের কাজের কোনো দায় স্বীকার করেনি। ’

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নিজের কৃতকর্মের জন্য সব সময় অন্যকে দোষারোপ করে। এখন তারা জাতীয় নির্বাচনকে বিঘ্নিত করার চেষ্টা করছে। মূলত, জিটিওর সাংবাদিক মেহদি হাসানের বলা ‘অমর্ত্য সেনসহ সমালোচকরা বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হবে’ কথাটির পরিপ্রেক্ষিতে ড. ইউনূস নিজের মন্তব্যগুলো করেন।  

যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক বিষয়ে মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ এ বিষয়ে সন্তুষ্ট।

এনডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ