ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় আহত ২৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় আহত ২৮ হাসপাতালে আহতের পাশে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) বাহিনীর ২৮ জন জওয়ান।

সোমবার (২২ অক্টোবর) রাতে পশ্চিম জেলা অন্তর্গত ৮ নম্বর জাতীয় সড়কে বড়মুড়া পাহাড়ের রাস্তায় বাক নিতে গিয়ে টিএসআর'র বাসটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে ।

এতে ২৮জন আহত হলে বর্তমানে তারা আগরতলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। টিএসআর'র টিমটি মিজোরামে ভোটের নিরাপত্তা দিতে যাচ্ছিলো।

খবর পেয়ে স্থানীয় সময় রাত ১২টার পর ওই হাসপাতালে ছুটে যান ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, স্বাস্থ্য দফতরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক এ কে শুক্লাসহ পুলিশের উর্ধ্বতনরা। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা রাজ্য সরকার করবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ০৪৫১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।