ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

আগরতলা

দেশের স্বচ্ছ জেলা ও স্কুলের পুরস্কার পাচ্ছে ত্রিপুরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
দেশের স্বচ্ছ জেলা ও স্কুলের পুরস্কার পাচ্ছে ত্রিপুরা দেশের স্বচ্ছ জেলা ও স্কুলের পুরস্কার পাচ্ছে ত্রিপুরা

আগরতলা: ভারতের স্বচ্ছ জেলার তালিকায় স্থান করে নিয়েছে উত্তরপূর্ব ভারতের প্রান্তিক রাজ্য ত্রিপুরার উত্তর জেলা। এছাড়া স্বচ্ছ বিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে উত্তর জেলার সদর ধর্মনগরের বরুয়াকান্দি কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

সম্প্রতি নির্মাণ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা ভারতের বিভিন্ন রাজ্যের একাধিক স্কুলে এ জরিপ চালানো হয়। জরিপে দেশের ১শ' ৭২টি স্কুলকে স্বচ্ছ স্কুল হিসেবে চিহ্নিত করেছে।

 

পাশাপাশি এই স্বেচাসেবী সংস্থা দেশের বিভিন্ন জেলাতেও জরিপ চালায়। ওই জরিপে দেশের বিভিন্ন রাজ্যের মোট ১১টি জেলাকে স্বচ্ছ জেলা হিসেবে চিহ্নিত করে। তালিকায় ত্রিপুরার উত্তর জেলারও নাম রয়েছে।  

শনিবার (২৬ আগস্ট) উত্তর জেলার বিশেষ দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সুব্রত পাল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বর ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বচ্ছ জেলা ও স্বচ্ছ স্কুলের পুরস্কার তুলে দেওয়া হবে। বরুয়াকান্দি স্কুলের প্রতিনিধি ও উত্তর জেলার প্রতিনিধি ওদিন দিল্লীতে উপস্থিত থেকে এ পুরস্কার গ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।