ঢাকা, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

রংপুরের বিপক্ষে রাজশাহীর অবিশ্বাস্য জয় 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, অক্টোবর ৪, ২০২৫
রংপুরের বিপক্ষে রাজশাহীর অবিশ্বাস্য জয়  সংগৃহীত ছবি

সিলেটের মাঠে জাতীয় ক্রিকেট লিগের রোমাঞ্চকর এক ম্যাচে রংপুর বিভাগকে ৪ উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগ। ব্যাটিং বিপর্যয়ের পরও ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় রাজশাহী।

টস হেরে আগে ব্যাট করে রংপুর ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে করে ১৪৩ রান। দলের হয়ে ইমন ৪৫ বলে ৫০ ও আকবর আলী ২০ বলে ২৮ রানের ঝলক দেখালেও বাকিদের ব্যাটে সেভাবে রান আসেনি। রাজশাহীর হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন সাব্বির হোসেন ইনাম, ৪ ওভারে মাত্র ২৩ রান খরচায় নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।  

জবাবে ব্যাট করতে নেমে রাজশাহী শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে, মাত্র ২৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দল। রংপুরের পেসার আবু হাসিম ছিলেন আগুনঝরা, মাত্র ৭ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট, যা রাজশাহীর টপ অর্ডারকে সম্পূর্ণ ধসিয়ে দেয়।

কিন্তু তখনই শুরু হয় ম্যাচের নাটকীয় মোড়। এক প্রান্তে ধৈর্য ধরে খেলা শাখির হোসেনের সঙ্গে নিহাদুজ্জামান গড়ে তোলেন এক অবিশ্বাস্য জুটি। এই দুই ব্যাটার মিলে গড়েন ৪১ বলে অপরাজিত ৭১ রানের জুটি, যা রাজশাহীকে ৫ উইকেটে ২৯ রান থেকে টেনে নিয়ে যায় জয়ের বন্দরে।  

শাখির হোসেন ৪২ বলে ৫২ রানে অপরাজিত থেকে দলের হাল ধরেন, তার ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। নিহাদুজ্জামান মাত্র ১৪ বলে ২৭ রানে ঝড় তোলেন ২টি ছক্কা ও ২টি চার মেরে।

শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৪৪ রান করে রাজশাহী নিশ্চিত করে জয়। ম্যাচসেরা নির্বাচিত হন রাজশাহীর ত্রাণকর্তা শাখির হোসেন, যার ঠাণ্ডা মাথার ব্যাটিং রাজশাহীকে হতাশার গহ্বর থেকে তুলে এনে অনবদ্য এক জয় এনে দেয়।

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ