ঢাকা, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

গিলের কাছে নেতৃত্ব হারালেও দলে আছেন রোহিত, ফিরছেন কোহলিও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, অক্টোবর ৪, ২০২৫
গিলের কাছে নেতৃত্ব হারালেও দলে আছেন রোহিত, ফিরছেন কোহলিও কোহলি, রোহিত ও গিল/সংগৃহীত ছবি

ভারতীয় ক্রিকেটে পালাবদলের যে ধারা শুরু হয়েছিল, তা আরও স্পষ্ট হলো। শনিবার (৪ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে শুভমান গিলের নাম ঘোষণা করা হয়েছে।

 

এই বছরের শুরুতে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলে গিলকে টেস্ট দলের অধিনায়ক করা হয়েছিল। এবার ওয়ানডে দলের নেতৃত্বও তার কাঁধে তুলে দেওয়া হলো। তবে নেতৃত্ব হারালেও দলে জায়গা ধরে রেখেছেন রোহিত। এছাড়া দলে ফিরেছেন বিরাট কোহলিও।

আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিসিসিআই নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার। ওয়ানডে দলের সহ-অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারের পদোন্নতি হয়েছে। তবে টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি তার।

আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারত তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর পার্থে এবং টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৯ অক্টোবর ক্যানবেরায়।

ভারতের সর্বশেষ ওয়ানডে অ্যাসাইনমেন্ট ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে রোহিত শর্মার নেতৃত্বে দল চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই দলে সহ-অধিনায়ক ছিলেন শুভমান গিল। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো সত্ত্বেও রোহিতকে অধিনায়কত্ব থেকে সরানোর সিদ্ধান্ত তাকে জানিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন আগারকার। তিনি এখন দলে কেবল একজন খেলোয়াড় হিসেবেই থাকবেন। আরেক অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলিও ওয়ানডে দলে ফিরেছেন। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় রোহিত ও কোহলি এখন শুধুমাত্র ওয়ানডেতেই খেলবেন।

দলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনও আনা হয়েছে। পেস বোলার জসপ্রিত বুমরাহকে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হলেও আগামী বছরের বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়েছে। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা এবং উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ ওয়ানডে দলে নেই। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাওয়া চোটের কারণে হার্দিক অস্ট্রেলিয়া সফরের বাইরে ছিটকে গিয়েছেন, আর ঋষভ পন্থ এখনও পায়ের চোট থেকে সেরে উঠছেন।

তবে রবীন্দ্র জাদেজাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচকরা প্রধান স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেলের ওপরই আস্থা রেখেছেন। ওয়াশিংটন সুন্দর এবং ওপেনার যশস্বী জয়সওয়ালও ওয়ানডে দলে ফিরেছেন। যদিও আগারকার স্পষ্ট করে দিয়েছেন যে, রোহিত ও গিল ইনিংসের সূচনা করবেন এবং জয়সওয়াল ব্যাকআপ ওপেনার হিসেবে দলে থাকবেন।

হার্দিক পান্ডিয়ার জায়গায় ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় দলেই সুযোগ পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি। ঋষভ পন্থের অনুপস্থিতিতে লোকেশ রাহুলই ওয়ানডেতে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন। ব্যাকআপ উইকেটকিপার হিসেবে সঞ্জু স্যামসনকে পেছনে ফেলে দলে জায়গা করে নিয়েছেন ধ্রুব জুরেল। নির্বাচকদের মতে, ৫০ ওভারের ক্রিকেটে মিডল অর্ডারে ব্যাটিংয়ের জন্য জুরেলই বেশি উপযুক্ত।

অন্যদিকে, সম্প্রতি এশিয়া কাপ জয়ী টি-টোয়েন্টি দলে বড় কোনো পরিবর্তন আনা হয়নি।

অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের ওয়ানডে স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল।

অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ