ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আগরতলা

আগরতলায় এলবার্ট এক্কা পার্ক উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, জুন ৫, ২০১৮
আগরতলায় এলবার্ট এক্কা পার্ক উদ্বোধন পার্কের মূল গেটের ফিতা কেটে সর্বসাধারণের জন্য পার্কটি খুলে দেন মুখ্যমন্ত্রী। ছবি: বাংলানিউজ

আগরতলা: আগরতলার লিচুবাগান এলাকায় উদ্বোধন হলো ‘এলবার্ট এক্কা পার্ক’।

মঙ্গলবার (৫ জুন) আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পার্কটি যাত্রা শুরু করে।  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিধায়ক ডা. দিলীপ দাস, কৃষ্ণধন দাস, আগরতলা পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, সমাজ সেবী টিঙ্কু রায়, ত্রিপুরা সরকারের বন দফতরের প্রধান বন-রক্ষক একে গুপ্তা, ত্রিপুরা সরকারের নগর উন্নয়ন দফতরের প্রধান সচিব মনোজ কুমার প্রমুখ।

এসময় পার্কের মূল গেটের ফিতা কেটে সর্বসাধারণের জন্য পার্কটি খুলে দেন মুখ্যমন্ত্রী।  

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়েক শহীদ এলবার্ট এক্কা ছিলেন দেশের একজন বীর সন্তান। তার আত্মত্যাগের কারণে ১৯৭১ সালে পাকবাহিনীর হাত থেকে আগরতলা রক্ষা পায়। পার্কের সৌন্দর্য রক্ষার মধ্য দিয়ে তাকে যেন স্মরণ করা হয়।  

পার্কে এক্কার মূর্তি স্থাপন করা হবে বলেও জানান তিনি।

পার্কটি প্রায় দুই একর জায়গার উপর তৈরি হয়েছে। আগরতলা পুরনিগমের অর্থায়নে পার্কটি স্থাপনের খরচ প্রায় এক কোটি ১৭ লাখ রুপি। এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বন বিভাগ।
 
বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরদের একজন শহীদ ল্যান্স নায়েক এলবার্ট এক্কা। সাহসী ভূমিকার জন্য বাংলাদেশ সরকার তাকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার’ সম্মাননায় ভূষিত করেছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।