ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরার মুখ্যমন্ত্রী দ্বিতীয় দফায় দিল্লি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
ত্রিপুরার মুখ্যমন্ত্রী দ্বিতীয় দফায় দিল্লি প্রতিমন্ত্রী কে জে অলপুহঞ্জ'র সঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব/ ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য আর্থিক অনুদান মঞ্জুর করাসহ বেশকিছু কাজের জন্য দ্বিতীয় দফায় দিল্লি পৌঁছান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

মঙ্গলবার (৩ এপ্রিল) মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রকের মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে স্বাক্ষাত করেন।  

পাশাপাশি এদিন তিনি ভারত সরকারের তথ্য ও প্রযুক্তি, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী কে জে অলপুহঞ্জ'র সঙ্গে স্বাক্ষাত করেছেন।

এ সময় তিনি পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব সঞ্জিব রঞ্জন।  

মুখ্যমন্ত্রীর সচিব দেবাশীষ বনিক বাংলানিউজকে জানান, রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে কথা বলতে সোমবার (২ এপ্রিল) রাতে প্লেনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দিল্লি পৌঁছেছে। বুধবার (৪ এপ্রিল) তার আগরতলায় ফেরার কথা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮ 
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।