ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

'আগামী নির্বাচনের মধ্য দিয়েই পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে'

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪১, অক্টোবর ৪, ২০২৫
'আগামী নির্বাচনের মধ্য দিয়েই পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে' মতবিনিময় সভায় শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বিএনপির মনোনয়নপ্রত্যাশী কামাল জামান মোল্লা।

'আমরা এখনও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা শুধুমাত্র একটি ধাপ অতিক্রম করেছি।

ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে পেরেছি। পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচন হতে হবে। সুষ্ঠু নির্বাচনে ভোটদানের মধ্য দিয়েই পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। '


শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে মাদারীপুর জেলার শিবচরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান কমিটির সদস্য এবং মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কামাল জামান মোল্লা।

এসময় তিনি বলেন,'আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আপনাদের ভোটদানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র আসবে। '


তিনি আরও বলেন,'একটি পরিচ্ছন্ন শিবচরের স্বপ্ন দেখি আমি। আওয়ামী লীগের প্রেতাত্মাদের কারণে মহাসড়কসহ রাস্তাঘাটের বেহাল দশা। শিবচর বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুর্ভোগ হচ্ছে। এই দুর্ভোগ লাগবে জরুরি ব্যবস্থা নিতে হবে।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামাল জামান মোল্লা বলেন, 'দল কারো দুর্নীতি প্রশ্রয় দেয় না। কেউ যদি দুর্নীতি করে সে দায়ভার দল নেবে না। শুধু মিছিল মিটিংয়ে সীমাবদ্ধ না থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জনগণের ভোগান্তি লাঘবে নিজ উদ্যোগে কাজ করতে হবে। কর্মসূচি দিয়ে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। দল, মত, গ্রুপিং ভেদাভেদ ভুলে কাঁধেকাঁধ মিলিয়ে শিবচরে উন্নয়নে কাজ করতে হবে। '

এক প্রশ্নের বিএনপির নেতা বলেন, 'সাংবাদিক ও রাজনৈতিক নেতারা একসঙ্গে কাজ করলে দুর্নীতিমুক্ত, উন্নত শিবচর গড়া সম্ভব। প্রশাসনকে ন্যায়বিচারে বাধ্য করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। '

এসময় জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।