ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ছাদ থেকে ফেলে দিয়ে শিক্ষার্থীকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, সেপ্টেম্বর ২৭, ২০২৫
ছাদ থেকে ফেলে দিয়ে শিক্ষার্থীকে হত্যার অভিযোগ

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ছাদ থেকে ফেলে দিয়ে আতিকুল ইসলাম তিতাস (২৫) নামে এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, এখনও ওই শিক্ষার্থীর মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাইজদী বাজার এলাকার বিবি কনভেনশন হল সেন্টারের বহুতল ভবনের ছাদে এ ঘটনা ঘটে।

নিহত আতিকুল জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার শহীদ চেয়ারম্যান বাড়ির আব্দুল গনির ছেলে।  

নিহতের বড় ভাই আরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, আতিকুল নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। আমাদের বাড়ি চৌমুহনী পৌরসভা এলাকায় হলেও আমরা গত ২০-২৫ বছর মাইজদীর জেল রোডের আক্তার ভবনের তৃতীয় তলায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছি।  

শনিবার সকালে বাসা থেকে বের হয়ে যান আতিকুল। দুপুরের দিকে মাইজদী বাজার এলাকার বিবি কনভেনশন হল সেন্টারের বহুতল ভবনের ছাদে কে বা কারা আতিকুলকে বেধড়ক নির্যাতন করে নিচে ফেলে দেন। পরে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নিহতের বড় ভাই আরও বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে আসি। আতিকুলের হাত তিন জায়গায় ভেঙেছে। পায়ে ও গলায় কাটা আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ সম্পর্কে আমরা কিছুই জানি না।  

এ ব্যাপারে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আবু তাহের জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও মৃত্যুর কোনো কারণ জানা যায়নি।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।