ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

নির্বাচিত সরকার ছাড়া জনগণের সমস্যা সমাধান সম্ভব নয়: এ্যানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, সেপ্টেম্বর ২৭, ২০২৫
নির্বাচিত সরকার ছাড়া জনগণের সমস্যা সমাধান সম্ভব নয়: এ্যানি বক্তব্য দিচ্ছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুর: নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই জনগণের সমস্যা সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেছেন, এক বছর হয়ে গেছে, কোনো সরকার নেই।

আছে অন্তর্বর্তী সরকার। এই সরকারের দায়িত্ব একদিকে বিচার করা, অন্যদিকে সংস্কার করে নির্বাচন আয়োজন করা। যে নির্বাচনের মাধ্যমে আপনাদের প্রতিনিধি নির্বাচিত হবেন—যিনি রাস্তা, এলাকার উন্নয়ন, স্কুল-কলেজ-মাদরাসা ও সমাজের বিচার-আচার সমন্বয় করে স্বাভাবিক জীবন-যাপনের ব্যবস্থা করবেন। সেই সরকারের অপেক্ষায় আমরা আছি। নির্বাচিত সরকার ছাড়া জনগণের সমস্যা সমাধান সম্ভব নয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব এ কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি), উপজেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধি নেই। দেশে নির্বাচিত সরকার নেই। যার কারণে গত এক বছর কিছুটা হলেও আগের ১৭ বছরের ভোগান্তি এখনও চলছে। ব্যাংকে যান, বিচারলয়ে যান, সামাজিক উন্নয়নের কাজে যান, স্কুল-কলেজ—সবকিছুতেই অচলাবস্থা। ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে স্থবির হয়ে আছে। পরিবারগুলো কষ্টে রয়েছে। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে একটি নির্বাচিত সরকার প্রয়োজন।

তিনি বলেন, আমরা বিএনপি নির্বাচিত হয়ে ১৯৯১ ও ২০০১ সালে ক্ষমতায় ছিলাম। স্বাধীনতার পরে জিয়াউর রহমান গ্রামে-গঞ্জে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে সম্পর্ক গড়ে এই দল সৃষ্টি করেছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও পর্যন্ত দলকে ধরে রেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যাচারিত হয়েও লন্ডন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ রেখে আপনাদের পাশে থাকার নির্দেশনা দিচ্ছেন।

এ্যানি বলেন, একটি নির্বাচন হলে আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের ভোটের মাধ্যমে জনগণের সরকার হিসেবে বিএনপি ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসার জন্য আপনাদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ভোট দিতে পারেননি। আমি আপনাদের অনুরোধ করছি, ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আমি ২০০১ ও ২০০৮ সালে নির্বাচিত প্রতিনিধি হিসেবে কী কী কাজ করেছি, আপনারা তা দেখেছেন। আমার বিশ্বাস, যদি ২০১৪, ১৮ ও ২৪ সালে নির্বাচন হতো, আপনারা ধানের শীষকেই বিজয়ী করতেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আপনারা ভোটকেন্দ্রে যাবেন। উন্নয়নের সরকার, আপনাদের পাশে থাকা বিএনপির সরকার, ধানের শীষের সরকারকে নির্বাচিত করে আনবেন। এজন্য এখন থেকেই ঘরে ঘরে কাজ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূঁইয়া এবং জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার প্রমুখ।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।