ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

কোম্পানীগঞ্জে নৌকা থেকে পড়ে দুই শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, সেপ্টেম্বর ২৭, ২০২৫
কোম্পানীগঞ্জে নৌকা থেকে পড়ে দুই শিশুর মৃত্যু ফাইল ফটো

সিলেট: জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে নৌকা থেকে নদীর পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- উপজেলার পশ্চিম ইসলামপুর বুড়দেও গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইয়ামিন (৩) ও মোহাম্মদ আলীর মেয়ে মীম (৩)।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বুড়দেও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে রাতেই লাশ উদ্ধারের পর শনিবার দাফন করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, শিশু দুটির বাড়ি নদীর তীরে। খেলতে গিয়ে অসাবধানতা বশত; পানিতে পড়ে শিশু দুজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) তাদের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।