ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

কিশোরগঞ্জে অপহরণ করে ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫২, মে ১৪, ২০২৫
কিশোরগঞ্জে অপহরণ করে ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর জেল

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে রফিকুল ইসলাম (২১) নামে এক যুবককে ১৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৪ মে) বিকেলে আদালতে আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ এ.বি. এম গোলাম রসুল।

রফিকুল ইসলাম কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মসজিদপাড়ার বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ৭ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে চৌদ্দ বছর বয়সী অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ করেন। এ ঘটনায় ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর মাসে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলা করেন ওই ছাত্রীর বাবা।

আদালতের রাষ্ট্রপক্ষে আইনজীবী জানান, মামলার দীর্ঘ শুনানি শেষে রফিকুলের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারায় তিন বছর আটক আদেশ এবং একই আইনের ৯ (১) ধারায় দশ বছর আটক আদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।