ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

সালথায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, সেপ্টেম্বর ২৮, ২০২৫
সালথায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা প্রতীকী ছবি

ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে নাদেরা আক্তার (২৩) নামে এক তরুণীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রাজু মাতুব্বরের (২৬) বিরুদ্ধে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘরের ভেতরে নাদেরার লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, নিহতের স্বামী রাজু প্রায় দুই সপ্তাহ আগে নাদেরাকে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসে। শনিবার রাতে তিনি স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান। নিহতের শরীরে হাতুরির আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।