ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সীমান্তে ধরা পড়ল পেট্রোল বোমা-ককটেলের বড় চালান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, এপ্রিল ২৪, ২০২৫
সীমান্তে ধরা পড়ল পেট্রোল বোমা-ককটেলের বড় চালান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিস্ফোরকের একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা জব্দ করে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের একটি অভিযানিক দল।

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে মোবাইলফোনে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।  

তিনি বলেন, জেলার বাইরে আছি। জব্দ বিস্ফোরকগুলো ব্যাটালিয়ন সদরে আনা হচ্ছে। সেগুলো দেখার পর বিস্তারিত জেনে রাত ৮টার দিকে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত জানানো হবে। বিপুল সংখ্যক বিস্ফোরক সীমান্তে কেন নেওয়া হয়েছে তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।