ঢাকা, সোমবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

নীলফামারীতে টর্নেডোর আঘাত, বিধ্বস্ত ৫ শতাধিক ঘরবাড়ি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, অক্টোবর ৫, ২০২৫
নীলফামারীতে টর্নেডোর আঘাত, বিধ্বস্ত ৫ শতাধিক ঘরবাড়ি  ঝড়ে বিধ্‌বস্ত ঘর

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের তিনটি গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে গেলে অন্তত পাঁচ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে গেছে।

এ সময় আহত হয়েছে অন্তত ৩০ জন।

রোববার (৫ অক্টোবর) সকাল ৮টায় ভারী বৃষ্টির সঙ্গে এই ঝড় বয়ে যায়।  

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ঝড়ে অসংখ্য গাছ পাকা রাস্তার ওপর ভেঙে পড়ায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা দুর্গত এলাকায় পৌঁছাতে পারছে না। তারা চেয়ারম্যান ও মেম্বারের সাহায্য চেয়েছেন কাঠুরিয়াদের এগিয়ে আসার জন্য।

ঝড়ে গুরুতর আহত পাঁচজন কিশোরগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছেন। বাকি ২৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় অনেক গবাদী পশু আহত হয়েছে। পশুগুলোর প্রাথমিক চিকিৎসার জন্য কিশোরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরের একটি টিম কাজ করছে।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা জানিয়েছেন, দুর্গত এলাকায় উদ্ধারকর্মীরা কাজ করছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।