নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের তিনটি গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে গেলে অন্তত পাঁচ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে গেছে।
রোববার (৫ অক্টোবর) সকাল ৮টায় ভারী বৃষ্টির সঙ্গে এই ঝড় বয়ে যায়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ঝড়ে অসংখ্য গাছ পাকা রাস্তার ওপর ভেঙে পড়ায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা দুর্গত এলাকায় পৌঁছাতে পারছে না। তারা চেয়ারম্যান ও মেম্বারের সাহায্য চেয়েছেন কাঠুরিয়াদের এগিয়ে আসার জন্য।
ঝড়ে গুরুতর আহত পাঁচজন কিশোরগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছেন। বাকি ২৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় অনেক গবাদী পশু আহত হয়েছে। পশুগুলোর প্রাথমিক চিকিৎসার জন্য কিশোরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরের একটি টিম কাজ করছে।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা জানিয়েছেন, দুর্গত এলাকায় উদ্ধারকর্মীরা কাজ করছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
আরএ