ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

টেকনাফে মানবপাচার চক্রের ৬ সদস্য আটক  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, অক্টোবর ৫, ২০২৫
টেকনাফে মানবপাচার চক্রের ৬ সদস্য আটক
  টেকনাফে মানবপাচার চক্রের ৬ সদস্য আটক

কক্সবাজার: টেকনাফে মানবপাচার চক্রের ছয় সদস্যকে আটক করেছে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন-টেকনাফ শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার প্রবাসী আখের আলীর স্ত্রী শামসুন্নাহার, রোহিঙ্গা নাগরিক হোসনে আরা, নুরুন্নিসা, মোহাম্মদ ইসমাইল, হারুন ও ইউসুফ আলী।

এ সময় কালু মিয়া ও হাশেম মোল্লাসহ চারজন পালিয়ে যান।  
 
বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশের (২ বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, বিজিবির একটি দল শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ায় অভিযান চালিয়ে মানবপাচার চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করেছে।  
তিনি আরও জানান, গত ৪ অক্টোবর সাগর পথে মায়ানমার থেকে পাচার করে বেশ কিছু বিদেশি নাগরিককে মিস্ত্রিপাড়ার একটি বাড়িতে লুকিয়ে রেখে তাদের বিভিন্ন ক্যাম্পে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল পাচারকারী চক্র। খবর পেয়ে বিজিবি সেখানে অভিযান চালিয়ে মিস্ত্রিপাড়ার শামসুন্নাহার নামে এক নারীর বাড়ি ঘেরাও করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চক্রের দুই সদস্য দৌড়ে পালিয়ে যান। পরে বিজিবি অভিযান চালিয়ে বাড়ির মালিক শামসুন্নাহারসহ মানব পাচারকারী চক্রের ছয়জনকে আটক করতে সক্ষম হয়।  

তিনি আরও জানান, শামসুন্নাহার টাকার বিনিময়ে পাচার করে আনা লোকজনকে সাময়িকভাবে তার বাড়িতে লুকিয়ে রাখতেন। তারা মিয়ানমার থেকে লোকজনকে অবৈধভাবে পাচার করে এনে বিভিন্ন ক্যাম্পে নিয়ে যান এবং মোটা অংকের অর্থের বিনিময়ে তাদের এফডিএমএন কার্ড পেতে সাহায্য করে থাকেন।

আটক ছয়জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।