যশোর: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চেকপোস্টে তল্লাশিকালে সোহাগ পরিবহনের একজন বাস চালককে মারপিট করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা যশোর-বেনাপোল সড়কে অবরোধের সৃষ্টি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে বিজিবি কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাটি ঘটেছে রোববার (০৫ অক্টোবর) সকাল ১০টার দিকে আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকায়।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, বেনাপোল থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস আমড়াখালি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা নিয়মিত কাজের অংশ হিসেবে বাসটিতে তল্লাশি চালান।
এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে বাসের চালক অপুকে মারপিট করেন বিজিবি সদস্যরা।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার প্রতিবাদে যশোর-বেনাপোল সড়কে অবরোধের সৃষ্টি করে চালককে মারপিটের বিচার দাবি করতে থাকেন।
অবরোধকালে সীমান্তশহর বেনাপোলের সাথে যশোরের যানচলাচল বন্ধ হয়ে যায়।
চালক অপুর দাবি, ‘আমি কোন অপরাধ করিনি। খামোখা বিজিবির একজন সদস্য আমার গায়ে হাত তুলেছে। আমি এর বিচার দাবি করছি। ’
এদিকে, বিষয়টিকে অনাকাঙ্খিত ও দুঃখজনক হিসেবে অভিহিত করেছেন বিজিবির সুবেদার মাহবুব। তিনি বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এরকম ঘটনায় বিজিবির কোন সদস্য অপরাধী হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুবেদার মাহবুবের হস্তক্ষেপে পরিবহন শ্রমিকরা অবরোধ তুলে নিলে কিছু সময় পর যশোর-বেনাপোল সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
এসএইচ