সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির দুদিন পর পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তবে এখন পর্যন্ত ডাকাতির ঘটনার ভিকটিমের সন্ধান পায়নি পুলিশ।
রোববার (৫ অক্টোবর) দুপুরে যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. রমজান আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ওই ঘটনায় আমাদের কাছে অভিযোগ নিয়ে কোনো ভিকটিম আসেনি। আমরা ভিকটিমকে খোঁজার চেষ্টা করছি। অভিযোগকারী না পাওয়ায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
এর আগে শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কোনো এক স্থানে একদল দেশীয় অস্ত্রধারী ডাকাত চলন্ত প্রাইভেটকার থামিয়ে লুটপাট করে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে ঝাঐল ওভার ব্রিজের পশ্চিম পাশেই ডাকাতির ঘটনাটি ঘটেছে। মামলাতেও ওই স্থান উল্লেখ করা হয়েছে।
ঘটনার সময় পেছনে একটি প্রাইভেটকার থেকে ফজলে রাব্বি নামে এক ব্যবসায়ী মোবাইলে ডাকাতির ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে আপলোড করেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। আপলোড করা ভিডিওতে দেখা যায়, প্রাইভেটকার থেকে দুজন ব্যক্তি বের হয়ে মহাসড়কে দাঁড়িয়ে হাত উচিয়ে সাহায্যের জন্য চিৎকার করছেন। এ সময় এক ডাকাত পাঞ্জাবি পরা বয়স্ক একজনকে আঘাত করছিল। ঘটনার সময় পাশ দিয়ে ট্রাক, বাস ও প্রাইভেটকার অতিক্রম করলেও কেউ সেখানে দাঁড়ায়নি।
মামলার বাদী যমুনা সেতু পশ্চিম থানার এএসআই রমজান আলী বলেন, ঝাঐল ওভারব্রিজের পশ্চিমে সার্ভিস লেনটিতে এই ডাকাতির ঘটনা উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আমরা ভিকটিমের খোঁজ করছি। যমুনা সেতু টোল প্লাজা থেকে প্রাইভেটকারটির নম্বর সংগ্রহ করা হয়েছে। এই নম্বর ধরেই ভিকটিমকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলার তদন্ত চলছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরএ