ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

গভীর রাতে সাফারি পার্কে অনুপ্রবেশ, ১১ জনকে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, সেপ্টেম্বর ২৭, ২০২৫
গভীর রাতে সাফারি পার্কে অনুপ্রবেশ, ১১ জনকে পুলিশে সোপর্দ ১১ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সাফারি পার্কে গভীর রাতে অবৈধভাবে অনুপ্রবেশ করায় ১১ জনকে আটক করা হয়েছে।  

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদের শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে পার্ক কর্তৃপক্ষ।

 

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, প্রায় সময় গাজীপুর সাফারি পার্কের দুর্লভ প্রাণী ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এসব ঘটনায় আগে মামলা করা হয়েছে। পার্কের নিরাপত্তা ও চুরি ঠেকাতে পার্কের কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে রাতে পাহারার ব্যবস্থা করা হয়। এক পর্যায়ে শুক্রবার রাতে পাহারায় ছিল পার্ক কর্তৃপক্ষ। এ সময় রাতে ১১ জনকে পার্কের সীমানায় ঘুরতে দেখে ট্যুরিস্ট পুলিশকে জানানো হয়। পরে তাদের আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, পার্ক এলাকা থেকে ১১ জনকে আটক করে থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।