ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, সেপ্টেম্বর ২৭, ২০২৫
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে অবরোধ চলছে। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক এ বিএম ইফতেখারুল ইসলাম।

 

এ বিষয়ে এক আদেশে বলা হয়, খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার আইশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি এবং জনগণের জানমালের ক্ষতির আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।  

এদিকে এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডাকা অবরোধকে কেন্দ্র করে খাগড়াছড়ি সদর উপজেলা-নারাইখাইয়া এলাকায় দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় গুলির শব্দও শোনা যায়। এ ঘটনায় মেহেদী নামে এক যুবকসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।  

অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শহরের চেঙ্গী স্কোয়ার, দীঘিনালা, পানছড়ি, রামগড়সহ বিভিন্ন স্থানে সড়কে গাছ কেটে, গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন দিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং করার খবর পাওয়া গেছে।  

গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় জড়িত সন্দেহে শায়ন শীল (১৯) নামে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।  

এদিকে ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা।

এডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।