ঢাকা, মঙ্গলবার, ১৪ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

৪ কোটি টাকার ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৩, সেপ্টেম্বর ২৭, ২০২৫
৪ কোটি টাকার ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী আটক আটকরা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ লাখ টাকাসহ দুই উপজাতি নারীকে আটক করা হয়েছে।  

জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি থানা সূত্রে এ তথ্য জানানো হয়।
 
আটক উছাইয়ে মার্মা (১৫) ও মাচিং ওয়াং মার্মা (৮০) নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড চিংথোয়াই পাড়ার বাসিন্দা।

নাইক্ষংছড়ি থানার পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাইছড়ি ইউনিয়নের সিনথোয়াই ও নতুন পাড়া বায়ের মার্মা সেমিপাকা বাড়ি থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা জব্দ করা হয়।  

স্থানীয়রা জানান, সোনাইছড়ি মাদকের ভয়াল থাবায় জর্জরিত হয়ে উঠছে যুব সমাজ। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক সম্প্রতি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তারা খুশি।

নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ অফিসার ফেরদৌস রনি বলেন, আটক নারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। জব্দ হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় চার  কোটি টাকা।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হজার পিস ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা জব্দ করা হয়। এই অভিযানটি এখনো চলমান রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।