ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

অক্টোবর থেকে উন্মুক্ত হচ্ছে পর্যটনকেন্দ্র কেওক্রাডং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, সেপ্টেম্বর ২৭, ২০২৫
অক্টোবর থেকে উন্মুক্ত হচ্ছে পর্যটনকেন্দ্র কেওক্রাডং উন্মুক্ত হচ্ছে পর্যটনকেন্দ্র কেওক্রাডং

দীর্ঘদিন পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ১লা অক্টোবর থেকে পর্যটকদের জন্য ফের উন্মুক্ত করা হচ্ছে বান্দরবান পার্বত্য জেলার দুর্গম রুমা উপজেলায় অবস্থিত কেওক্রাডং পর্যটনকেন্দ্র।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানের মেঘলা পর্যটনকেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযানের উদ্বোধনকালে এ কথা জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এসময় তিনি বলেন, পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের ভ্রমণকে আরও বেশি নিরাপদ করতে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হবে এবং সেখানে ট্যুর গাইড, পর্যটকবাহী গাড়ি, হোটেল-মোটেলসহ সব পর্যটন সংশ্লিষ্টরদের নিয়ে সভা করা হবে।

এসময় জেলা প্রশাসক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, হোটেল রিসোর্ট অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলামসহ জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ ও পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: পার্বত্য জেলা বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশন্যাল ফ্রন্টের (কেএনএফ) তৎপরতা বেড়ে যাওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র বন্ধ করে দেয় জেলা প্রশাসন, আর দীর্ঘদিন পরে কেওক্রাডং পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।