প্রাইম গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, মহানগর বিএনপির নেতারা যখনই আমাকে ডাকবে আমি সব সময় তাদের পাশে থাকবো। তারা বড় ভাই মনে করে আমাকে যদি ডাকে আমি তাদের সাথে থাকবো।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে শহরের ৭০টি মণ্ডপে ২০ লাখ টাকা অনুদান দিয়েছে মহানগর বিএনপি। শহরের হোসিয়ারি সমিতিতে মণ্ডপ কমিটির নেতাদের হাতে অনুদান তুলে দেন মহানগর বিএনপির নেতারা। অনুদান অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন বাবুল।
তিনি বলেন, ব্যবসায়ী আর রাজনীতিবিদরা একে অপরের পরিপূরক। আমি রাজনীতিবিদদের থেকে আশা করবো আপনারা আমাদের দিকেও খেয়ার রাখবেন। আমরা সম্প্রীতির সমাজ গড়ে তুলবো।
তিনি আরও বলেন, ধর্ম যার যার বাংলাদেশ সবার। এখানে শুধু সনাতন ধর্মাবলম্বীরা নয়, বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। আমরা জনাব তারেক রহমানের দেওয়া এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশকে বিনির্মাণ করবো।
তিনি বলেন, আপনারা আমার পরিবার ও আমার জন্য দোয়া করবেন। আমাকে যখনই ডেকেছেন আমি সবসময় আপনাদের পাশে ছিলাম। আমরা বিএনপি ঘরনার জন্য ফ্যাসিস্ট সরকার আমাদের ডাকতো না। আমি কিন্তু পূজার প্রতিটি কমিটিতেই ছিলাম। টিপু ও সাখাওয়াত আমাকে এ জায়গায় বসিয়েছেন, সম্মান দিয়েছেন। আমি তাদের ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, আপনারা নির্বিঘ্নে আপনাদের পূজা উদযাপন করুন। আপনারা কোন চিন্তা করবেন না। আমরা সব সময় আপনাদের পাশে আছি।
এমআরপি/এএটি