ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

কাশিয়ানীতে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, সেপ্টেম্বর ২৭, ২০২৫
কাশিয়ানীতে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ দুর্ঘটনাস্থলের চিত্র। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত রয়েছেন একজন।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী।  

নিহতরা হলেন- মাদারীপুরের কালকিনি থানার পাইককান্দি গ্রামের মোতালেব পাইক (৭০), তার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫),  মেয়ে রুমা বেগম (৩৫) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে ওবায়দুল শেখ (৪৮)।

ভাঙা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া জানিয়েছেন, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীতমুখী একটি ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত ও পাঁচ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।  

আহতের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওবায়দুল শেখ ও রুমা বেগমের মৃত্যু হয়। চিকিৎসাধীন রয়েছে রুমা বেগমের মেয়ে নুসরাত (৭) ।  

হতাহতরা মাদারীপুর থেকে ইজিবাইকে করে মাঝিগাতী গ্রামে একটি বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিল বলে তিনি জানান।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।