দিনাজপুরের পার্বতীপুরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় নবজাতকের জন্ম দিয়েছেন রিনা বেগম নামে এক নারী।
শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
রিনা বেগম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বড়বাড়ি গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, স্বামী সেলিম হোসেনের সঙ্গে ঢাকায় বসবাস করেন রিনা। তার স্বামী একজন পোশাক কারখানার শ্রমিক। সন্তান সম্ভাবা রিনা বেগম সন্তান প্রসবের জন্য শুক্রবার সকালে ঢাকা থেকে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে করে গ্রামের বাড়িতে আসছিলেন। পথে সন্ধ্যায় পার্বতীপুর এই চলন্ত ট্রেনে প্রসব বেদনা ওঠে প্রসূতি রিনার। পরে ট্রেনের অন্যান্য যাত্রীদের সহায়তায় চলন্ত ট্রেনে তিনি একটি কন্যার জন্ম দেন। রাত ৮টায় ট্রেনটি দিনাজপুর স্টেশনে এলে স্টেশন সুপার জিয়াউর রহমানের সহযোগিতায় ফায়ার সার্ভিসের মাধ্যমে নবজাতক ও প্রসূতিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে প্রসূতি ও নবজাতককে অ্যাম্বুলেন্স করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কথা জানান দিনাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার আব্দুর রাজ্জাক।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ডাক্তার নাজমুল হোসেন জানান, চলন্ত ট্রেনে নবজাতকটির জন্ম হয়। পরিপূর্ণ হওয়ার আগেই সাত মাস বয়সে নবজাতকটি জন্ম নেওয়ায় তার চোখ এখনো ফোটেনি। এছাড়া আসার সময় নবজাতকটির ঠান্ডা লাগায় আমরা তাকে আলাদাভাবে চিকিৎসা দিচ্ছি। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে।
দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান বলেন, প্রসূতি ট্রেনে সন্তান প্রসব করার ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসকে জানালে তাৎক্ষণিকভাবে একটি টিম অ্যাম্বুলেন্সসহ দিনাজপুর স্টেশনে আসে। পরে তাদের সহযোগিতায় নবজাতক ও প্রসূতিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এসআরএস