ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বাসস্ট্যান্ডে ঘরমুখো মানুষের ভিড় 

তানভীর আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪০, অক্টোবর ১, ২০২৫
বাসস্ট্যান্ডে ঘরমুখো মানুষের ভিড়  বাসের অপেক্ষায় যাত্রীরা

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব ও সাপ্তাহিক সরকারি ছুটি মিলিয়ে টানা চারদিনের সরকারি ছুটিতে নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ। আর এতেই রাজধানীর বাসস্ট্যান্ডগুলোতে ঘরমুখো মানুষের বাড়তি ভিড়।

 

বুধবার (০১ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডে সরেজমিনে দেখা গেছে এমন চিত্র।  

শারদীয় উৎসব উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার সরকারি ছুটি এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি মিলিয়ে টানা চারদিনের ছুটির কবলে দেশ।  

রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়া কাউন্টারে বাসের জন্য অপেক্ষা করছেন আফসার আলী। তিনি বাংলানিউজকে বলেন, একসঙ্গে চারদিন ছুটি পাওয়ায় গ্রামের বাড়ি যশোরে যাচ্ছি।  

তিনি বলেন, এখানে এসে দেখি ঈদের সময়ের মতো একই রকম ভিড়। সকাল সাড়ে ১০টায় গাড়ি আসার কথা থাকলে ১১টায়ও গাড়ি আসেনি।

গুলিস্তান ফুলবাড়িয়া নড়াইল এক্সপ্রেস বাস কাউন্টারের ম্যানেজার হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, গতকাল রাত থেকে হঠাৎ করেই বাড়িতে যাত্রীর চাপ দেখা যাচ্ছে। আজকে সকাল থেকে এই চাপ আরও বেড়েছে।

তিনি বলেন, হঠাৎ করে অতিরিক্ত যাত্রীর চাপ হওয়ায় সিডিউলের কিছুটা গরমিল হচ্ছে।  

টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।