কয়েকটি ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। পরিদর্শনকালে তিনি ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় জানানো হয়, চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন রাজধানীর তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, সেন্ট মেরি'স ক্যাথেড্রাল এবং আর্মেনিয়ান গির্জা পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে দেখা করেন এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যকে সম্মান জানান।
ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের এই সফর ধর্মীয় স্বাধীনতার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে তুলে ধরে বলে অভিমত ব্যক্ত করেছে দূতাবাস।
টিআর/এএটি