ঢাকা, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

পার্বত্য চট্টগ্রামে দুষ্কৃতকারীদের প্রচেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, সেপ্টেম্বর ৩০, ২০২৫
পার্বত্য চট্টগ্রামে দুষ্কৃতকারীদের প্রচেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

পার্বত্য চট্টগ্রামে কিছু দুষ্কৃতকারী শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও নিরাপদে অনুষ্ঠিত হতে না দেওয়ার চেষ্টা করেছিল। তবে তাদের সে প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শারদীয় দুর্গাপূজা একটি পবিত্র ধর্মীয় উৎসব। তাই এর পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ বা শৃঙ্খলাভঙ্গ যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে জুতা পায়ে মণ্ডপে ওঠা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে কিছু দুষ্কৃতকারী পূজা নির্বিঘ্নে করতে না দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তাদের সে চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফ্যাসিস্টের কিছু দোসরও এতে সহযোগিতা করেছিল। তবে সনাতন ধর্মাবলম্বীসহ সবার সহযোগিতার কারণে তারা সফল হতে পারেনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব।

এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।