ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

রামপুরায় অনাবিল বাসে নারীর শ্লীলতাহানির অভিযোগ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, সেপ্টেম্বর ৩০, ২০২৫
রামপুরায় অনাবিল বাসে নারীর শ্লীলতাহানির অভিযোগ, আটক ২ অনাবিল পরিবহনের একটি বাসে নারী যাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে।

ঢাকা: রাজধানীর রামপুরা ব্রিজের ওপর অনাবিল পরিবহনের একটি বাসে নারী যাত্রীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসের চালক ও হেলপারকে আটক করা হয়। ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী স্টেশন রোড থেকে মেরুল বাড্ডার উদ্দেশ্যে দুই নারী যাত্রী বাসে ওঠেন। নামার সময় ব্যাগ খুঁজে না পেয়ে তারা চালক ও হেলপারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বাসের স্টাফরা এক নারী যাত্রীকে শ্লীলতাহানি ও মারধর করেন।

এ সময় বাসের অন্যান্য যাত্রী ও স্থানীয়রা ঘটনাস্থলে চালক ও হেলপারকে ধরে মারধর করে আটক রাখেন এবং পরে পুলিশে খবর দেন। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, স্থানীয়রা চালক ও হেলপারকে ঘিরে ফেলে উত্তেজনা সৃষ্টি করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আমরা তাদের পুলিশ হেফাজতে নিয়ে এসেছি। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।

এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ