ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশকে ১৩৬ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৩, সেপ্টেম্বর ২৫, ২০২৫
বাংলাদেশকে ১৩৬ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে লড়াই করলেও শেষ পর্যন্ত খুব বড় সংগ্রহ গড়তে পারেনি পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানেই থেমে যায় বাবর আজমবিহীন দলটির ইনিংস।

শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহের সম্ভাবনা ভেস্তে যায়।

পাকিস্তানের ইনিংসের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। মাত্র ৫ রানে হারায় প্রথম দুই উইকেট। সাইম আইয়ুব শূন্য রানে আর সাহেবজাদা ফারহান ৪ রান করে ফেরেন সাজঘরে। এরপর ফখর জামানও বেশিক্ষণ টিকতে পারেননি, ২০ বলে করেন ১৩ রান।

অধিনায়ক সালমান আঘা কিছুটা লড়াই করার চেষ্টা করলেও ২৩ বলে ১৯ রানের বেশি করতে পারেননি। এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিস কিছুটা ঝড় তোলেন। ২৩ বলে ৩১ রান করে দলকে ভরসা দিয়েছিলেন তিনি। তবে তাকেও ফিরিয়ে দেন মেহেদী হাসান।

শেষ দিকে শাহীন শাহ আফ্রিদি (১৩ বলে ১৯) এবং মুহাম্মদ নওয়াজের (১৫ বলে ২৫) ছোট ছোট ইনিংসে রান আসে দ্রুত। বিশেষ করে নওয়াজ খেলেন ১৫ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস, যেখানে ছিল একটি চার ও দুটি ছক্কা। ফাহিম আশরাফ ৯ বলে অপরাজিত ১৪ রান তুলে দলকে ১৩৫ রানে পৌঁছে দেন।

বাংলাদেশি বোলাররা শুরু থেকে চাপ ধরে রাখেন। তাসকিন আহমেদ ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ২৮ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। সমান কার্যকর ছিলেন মেহেদী, ৪ ওভারে ২ উইকেট নেন মাত্র ২৮ রান খরচায়। রিশাদ হোসেনের ঘূর্ণিতেও আটকে যান পাকিস্তানি ব্যাটাররা। তিনি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। মোস্তাফিজুর রহমানও ৪ ওভারে ৩৩ রান খরচায় নেন একটি উইকেট। ফলে ২০ ওভারে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে করে মাত্র ১৩৫ রান।

এফবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।