ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বিসিবি নির্বাচন নিয়ে ক্রিকেটারদের একযোগে প্রতিক্রিয়া 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, সেপ্টেম্বর ২৫, ২০২৫
বিসিবি নির্বাচন নিয়ে ক্রিকেটারদের একযোগে প্রতিক্রিয়া 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে দিন দিন। ইতোমধ্যে প্রার্থীদের পক্ষ-বিপক্ষে নানা আলোচনা-সমালোচনা চলছে ক্রিকেট অঙ্গনে।

এর মধ্যেই হঠাৎ একযোগে ফেসবুকে একইরকম পোস্ট দিলেন কয়েকজন ক্রিকেটার।

সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মুমিনুল হক, ইরফান শুক্কুর ও মোহাম্মদ মিঠুন তাদের ব্যক্তিগত ফেসবুক পেজে হুবহু একই লেখা পোস্ট করেছেন। পোস্টে তারা লিখেছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। ’

অন্যদিকে, এনামুল হক বিজয়ও নিজের ফেসবুকে প্রায় একই ধরনের বার্তা দিয়েছেন। তার বক্তব্য ছিল, ‘আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। ’

বিসিবি নির্বাচন ঘিরে উত্তাপ ছড়াচ্ছে স্টেডিয়াম পাড়ায়। খেলোয়াড়দের এই অভিন্ন প্রতিক্রিয়া সেই উত্তাপক আরও খানিক বাড়িয়ে দিয়েছে। ক্রিকেটপ্রেমীরাও দায়িত্ব কে পাচ্ছেব জানতে অধীরে অপেক্ষায়।

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।