ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

লিটন ছাড়াই পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, সেপ্টেম্বর ২৫, ২০২৫
লিটন ছাড়াই পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশের সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। দলে থায়ার কথা ছিল নিয়মিত অধিনায়ক লিটন দাসের।

কিন্তু শেষ মুহূর্তের আপডেট, খেলছেন না তিনি।

লিটন ভারতের বিপক্ষে চোটের কারণে খেলতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা নিয়ে শঙ্কা ছিল। কারণ বৃহস্পতিবারও তিনি আইসব্যাগ হাতে অনুশীলন করছিলেন। তবে টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত চেষ্টা করলেও চূড়ান্ত সিদ্ধান্ত হলো লিটনকে বিশ্রামে রাখা।

ভারতের বিপক্ষে ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশের নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। দলের কম্বিনেশন এবং রেস্ট-স্ট্রাটেজি মিশিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের জন্য 'ডু অর ডাই' ম্যাচ। হারলেই বাদ, জিতলে সরাসরি ফাইনাল। এখন দেখার অপেক্ষায়, নিয়মিত অধিনায়ক লিটন ছাড়া দলের পারফরম্যান্স কেমন হবে এই অলিখিত সেমিফাইনাল ম্যাচে।

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।