এশিয়া কাপের উত্তাপ এখন মাঠ ছাড়িয়ে গড়িয়েছে অভিযোগ আর বিতর্কে। এরই মধ্যে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান ও পেসার হারিস রউফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বুধবার আইসিসিকে আনুষ্ঠানিকভাবে মেইল করেছে বিসিসিআই। এর আগে রোববার দুবাইয়ে ভারতের বিপক্ষে সুপার ফোর ম্যাচ চলাকালে এই দুই ক্রিকেটারের আচরণ নিয়ে তীব্র আপত্তি তোলে ভারতীয় বোর্ড।
ফারহানের বিরুদ্ধে অভিযোগ, ফিফটি করার পর তিনি ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি চালানোর ভঙ্গি করেন, যা ভারত-পাকিস্তান যুদ্ধের প্রতি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, রউফ সীমানার কাছে ফিল্ডিং করার সময় দর্শকদের দিকে বিমানের ভূপাতিত হওয়ার অঙ্গভঙ্গি করেন।
অভিযোগ উঠেছে, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের যুদ্ধবিমান সংক্রান্ত দাবিকে ইঙ্গিত করে এই আচরণ করেছেন তিনি। এমনকি উইকেট নেওয়ার পরও রউফ বিমান ওড়ার ভঙ্গি করেন এবং দুই হাতে ছয় সংখ্যাটি দেখান; যা ভারতের ছয় যুদ্ধবিমান ধ্বংসের কথার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে।
এইসব ভঙ্গি সামাজিকমাধ্যমে ভাইরাল হয় এবং শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। ফলে দুই দেশের মধ্যকার আগে থেকেই উত্তপ্ত পরিস্থিতি আরও উসকে উঠেছে।
সূত্র বলছে, অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করলে বিষয়টি শুনানিতে গড়াতে পারে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বদলে অন্য রেফারি রিচি রিচার্ডসনের সামনে হতে পারে এই শুনানি।
অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাল্টা অভিযোগ জানিয়েছে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে। পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো দাবি করছে, গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর জয়টি দেশের সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করেছিলেন যাদব, যা তাদের মতে ‘রাজনৈতিক মন্তব্য’। যদিও এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত হয়নি।
মাঠের ক্রিকেটে অবশ্য ভারত দুই ম্যাচেই সহজে জয় পেয়ে পাকিস্তানকে পাত্তা দেয়নি। তবে মাঠের বাইরের এই দ্বন্দ্ব এখন এশিয়া কাপের আবহকে আরও জটিল করে তুলেছে।
আরইউ