ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

উত্তরখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২২
উত্তরখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তরখানে নির্মাণাধীন ভবনের পানির হাউজে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।

নিহতের নাম সোহান মিয়া (৪)। সে জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার চরহাতী ভাঙ্গা গ্রামের বাসিন্দা বিদ্যুৎ মিয়ার ছেলে। সোহান পরিবারের সঙ্গে উত্তরখানে একটি বাসায় ভাড়া থাকতো।  

পুলিশ কর্মকর্তা আব্দুল মজিদ জানান, শনিবার (৮ অক্টোবর) সোহান অন্যান্য শিশুদের সাথে বল নিয়ে খেলাধুলা করছিল ওই নির্মাণাধীন ভবনের ভেতরে। একপর্যায়ে তাদের বলটি হাউজের পানিতে পড়ে যায়। সেটা আনতে গিয়েই  হাউজের পানিতে ডুবে মারা যায় সোহান। পরে মৃতদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ৯ অক্টোবর, ২০২২
এজেডএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।