ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

টেকনাফে অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মার্চ ২, ২০২২
টেকনাফে অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজার: টেকনাফের লেদা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

বুধবার (০২ মার্চ) ভোরে এ অভিযান চালানো হয়।

পরে সকালে র‍্যাব-১৫ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার।

আটকরা হলেন উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার মৃত ইদ্রিসের ছেলে মো. রমিজ (২৭) ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের মৃত জহিরের ছেলে মো. শফিক (৩০)।

লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বলেন, টেকনাফের হ্নীলা এবং মুচনী এলাকায় পুতিয়া বাহিনী এক আতংকের নাম। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কার্যক্রমে জড়িত। গত ১৯ ফেব্রুয়ারি একই গ্রুপের সদস্য খায়রুল আমিনকে আটক করে র‍্যাব। এরপর থেকে রমিজ ও শফিক নজরদারিতে ছিলেন।

তিনি বলেন, উপজেলার ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আটটি আগ্নেয়াস্ত্র, ১৮ রাউন্ড গুলি এবং গ্রুপের নিজস্ব পোশাক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গাদের শীর্ষ ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য বলে জানিয়েছে।

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর টেকনাফ থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এসবি/এনএসআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।