ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মরদেহ সংরক্ষণে অন্য হাসপাতালে স্থানান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
মরদেহ সংরক্ষণে অন্য হাসপাতালে স্থানান্তর ছবি: দেলোয়ার হোসেন বাদল

ঢাকা: নারায়ণগঞ্জে দুর্ঘটনায় উদ্ধার হওয়া ৪৮টি মরদেহ ৩ ভাগে ভাগ করে সংরক্ষণ করা হবে। শুক্রবার (৯ জুলাই) দিনগত রাতে ৪৮টি মরদেহ ময়নাতদন্তের পর ফ্রিজে পর্যাপ্ত জায়গা না থাকায় কক্ষে ফ্লোরে রাখা হয়।

শনিবার (১০ জুলাই) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে এসে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান  জানান, মরদেহের সুরাতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষ হয়েছে গতরাতেই। কর্তৃপক্ষের সিদ্ধান্তে ১৫টি মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে। আর ৮টি মরদেহ রাখা হবে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের মর্চুয়ারীতে। আর বাকি ২৫টি মরদেহ রাখা হবে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গেই।

এদিকে ঢাকা মেডিক্যালের প্রশাসনিক ব্লকের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর জানান, জরুরি বিভাগ মর্গে ১২টি মরদেহ রাখার ফ্রিজ আছে। কিন্তু সেখানে আগে থেকেই অজানাসহ পাঁচ-ছয়টা মরদেহ রাখা আছে। এখন নতুন করে কতগুলো রাখা যাবে সেটা দেখা হচ্ছে।

শহীদ সোহরাওয়ার্দী  হাসপাতাল মর্গ একটি সূত্র জানায়, মরদেহ রাখার ফ্রিজ আছে ৯টি। সেখানে আগে থেকেই অজানাসহ মোট আটটি মরদেহ রাখা আছে।

হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক শেখ ফুয়াদ আল আমিন জানান, আমাদের জানানো হয়েছে ঢাকা মেডিক্যাল মর্গ থেকে ১৫টি মরদেহ এখানে ফ্রিজে রাখার জন্য পাঠাবে। কিন্তু আমাদের এখানে ধারণ ক্ষমতা আছে নয়টির।

আরও পড়ুন>>

>> রূপগঞ্জের অগ্নিদুর্ঘটনা প্রধানমন্ত্রী মনিটর করছেন: কাদের
>> এখনো বাতাসে পোড়া দেহের গন্ধ
>> নিহত শ্রমিকদের এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দাবি
>> গেট ভাঙতে পারলেও তালা ভাঙতে পারেনি ফায়ার সার্ভিস
>> আবুল হাসেম ও তার ছেলেসহ আটক ৮
>> দগ্ধ ৩০ মরদেহ শনাক্তে ৪২ জনের নমুনা সংগ্রহ

>> ‘ভবনের ছাদে উঠার পথ বন্ধ থাকায় মৃত্যু বেড়েছে’
>> নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড: কারখানায় ছিল না পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা
>> নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ তদন্ত কমিটি
>> ২৯ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, ফের উদ্ধার অভিযান সকালে
>> সেজান জুস কারখানায় আগুন: ধসে পড়ছে ভবন, ঝুঁকিপূর্ণ ঘোষণা
>> গেট ভাঙতে পারলেও তালা ভাঙতে পারেনি ফায়ার সার্ভিস
>>> রূপগঞ্জে অগ্নিকাণ্ড: অর্ধশতাধিক মৃত্যুর ঘটনায় মামলা প্রক্রিয়াধীন
>>>নিয়ন্ত্রণে আসেনি সেজান জুসের কারখানার আগুন, নিহত ৩
>>সেজান জুসের কারখানায় আগুন: কয়েকজন ঢামেকে ভর্তি
>>>রূপগঞ্জে সেজান জুসের কারখানায় আগুন, নিহত ২
>>>১৫ ঘণ্টাও নেভেনি আগুন, ফায়ার সার্ভিসের ক্লান্তিহীন চেষ্টা
>>>জুস কারখানায় অতিরিক্ত দাহ্য পদার্থ থাকায় নিয়ন্ত্রণে আসছে না আগুন
>>>জীবিত নেই কেউ, প্রিয়জনের খবর পেতে স্বজনদের অপেক্ষা
***সেজানের পোড়া কারখানা থেকে বের হলো ৫২ মরদেহ
**জুস কারখানায় আগুন: গাফিলতি থাকলে আইনানুগ ব্যবস্থা
**বু’র সঙ্গে আমার আর শেষ কথা হলো না...

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।