ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

গেট ভাঙতে পারলেও তালা ভাঙতে পারেনি ফায়ার সার্ভিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, জুলাই ১০, ২০২১
গেট ভাঙতে পারলেও তালা ভাঙতে পারেনি ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের পর গেট ভাঙতে পারলেও গেটের তালা ভাঙাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।  

শনিবার (৯ জুলাই) সকাল থেকে চলে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।

এসময় পঞ্চম তলায় প্রধান ফটকটিতে বড় একটি তালা দেখতে পান তারা। সেই তালা ভাঙতে চলে চেষ্টা। তবে ভাঙতে পারেননি তালাটি।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, গেটটি সিঁড়ি এবং লিফটের সামনে। এটা যদি খুলতে পারতো শ্রমিকরা তাহলে সবাই উপরে বা নিচে নামতে পারতো। এত বড় তালা কেউ খুলতে পারেনি।

বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে এ সময়ের মধ্যে ঝরে গেছে ৫২টি প্রাণ। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলার উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, তালাবদ্ধ থাকায় কেউ নামতে বা ছাদে উঠতে পারেনি। ৫ তলায় গেট ভেঙে সেই বিশাল তালার সন্ধান পেয়েছি।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।