ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আদাবরে চাপাতির আঘাতে আহত যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৫, সেপ্টেম্বর ১৭, ২০২৫
আদাবরে চাপাতির আঘাতে আহত যুবকের মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা: রাজধানীর আদাবর এলাকায় পূর্ব শত্রুতার জেরে চাপাতির আঘাতে আহত রিপন (৩৫) নামে এক যুবক মারা গেছেন।  

পুলিশ বলছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে আদাবর ১০ নম্বর রোডের বালুর মাঠ এলাকার একটি টিনশেড বাসায় হামলার শিকার হন তিনি। ঠেকাতে গিয়ে আহত হন রিপনের স্ত্রী আরজু বেগম (২৮) ও ছেলে মো. ইমন (১৮)।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিপনের মৃত্যু হয়।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রিপন ওই এলাকায় একটি চায়ের দোকান চালাতেন। ঘটনার সময় তিনি স্ত্রী ও দুই সন্তানসহ বাসায় ঘুমাচ্ছিলেন তিনি। হঠাৎ স্থানীয় বেল্টু মনির, তার ভাই বাবু, জাহিদ, রাকিব, কুমির রুবেলসহ কয়েকজন ঘরের ভেতরে ঢুকে রিপনের মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে চাপাতি দিয়ে আঘাত করেন। বাধা দিতে গেলে স্ত্রী আরজু ও ছেলে ইমনকেও আঘাত করেন হামলাকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় রিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। আহত স্ত্রী ও ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহতের স্ত্রী আরজু বেগম বলেন, বেল্টু মনির ও তার ভাই বাবু এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তারা এলাকাবাসীকে ভয়ভীতি দেখিয়ে থাকে। আমার স্বামী তাদের মাদকের বিরুদ্ধে কথা বলায় তারা মিলে কুপিয়ে হত্যা করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, সকালে মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন রিপনকে কুপিয়ে আহত করেন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে।

নিহত রিপনের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ফুলকাচিয়া গ্রামে। নিহতের বাবার নাম আবুল কালাম।

এজেডএস/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।