কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকও রয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন— নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা (২৭), নীলফামারীর ডোমার থানা জোড়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান টিটুল (৩৫), নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ইউসুফ ওরফে হৃদয় (২৮), ডেমরা থানা ৬৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বাকি বিল্লাহ বাবুল (৪৮), পঞ্চগড় জেলা পরিষদের সদস্য ও দেবিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হারুন-অর-রশিদ (৪৫), বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্নীল আহমেদ কামাল (২৮) ও ঢাকা মহানগর দক্ষিণ ২০ নং ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. সোহেল তাজ (৪৮)।
ডিবি সূত্রে জানা গেছে, বুধবার রাতে উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টর থেকে মাসুদ রানাকে এবং উত্তরখান থানাধীন কাঁচকুড়া বাজার এলাকা থেকে মোস্তাফিজুর রহমান টিটুলকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ডিবি ওয়ারী বিভাগের অভিযানে রাজধানী থেকে ইউসুফ ওরফে হৃদয় ও বাকি বিল্লাহ বাবুলকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বিকেলে মগবাজার এলাকা থেকে হারুন-অর-রশিদকে গ্রেপ্তার করে ডিবি। একইদিন চকবাজার থানার মিটফোর্ড এলাকা থেকে স্বপ্নীল আহমেদ কামাল এবং শাহবাগ থানার আনন্দ বাজার এলাকা থেকে সোহেল তাজকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি।
এসসি/এজেডএস/এমজে