ঢাকা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
ত্রিপুরায় সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু ত্রিপুরায় সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরায় সাপের কামড়ে রিমি দেববর্মা (১০) নামে এক স্কুলছাত্রী মারা গেছে।

মঙ্গলবার (৭ মার্চ) ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার এ ডি সি ভিলেজে এ ঘটনা ঘটে।  

রিমি সোমবার (৬ মার্চ) রাতে স্কুলের হোস্টেলে টেলিভিশন দেখছিল।

এ সময় রিমির পায়ে ছোবল দেয় একটি বিষধর সাপ।  

রাতেই স্থানীয় হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রিমির মৃত্যুতে তার স্কুল ও ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭ 
এসসিএন/আরআর/এমজেএফ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad