ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আগরতলা

ন্যায্য বেতন দাবি: মুখ্যমন্ত্রীর কাছে টিএমসি’র কর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
ন্যায্য বেতন দাবি: মুখ্যমন্ত্রীর কাছে টিএমসি’র কর্মীরা

আগরতলা: ন্যায বেতনের দাবিতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন ত্রিপুরা মেডিকেল কলেজের (টিএমসি) কর্মীরা।

ত্রিপুরা সরকার অধিকৃত সোসাইটির মাধ্যমে পরিচালিত হচ্ছে ত্রিপুরা মেডিকেল কলেজ।

কলেজের কর্মীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে সোসাইটি তাদেরকে ন্যায বেতন থেকে বঞ্চিত করছে।

এ বিষয়ে তারা একাধিকবার পরিচালকদের সঙ্গে কথা বললেও আশ্বাস ছাড়া কিছুই মিলছে না।
 
ন্যায বেতন আদায়ের লক্ষ্যে কর্মচারীরা বহুবার বিক্ষোভ কর্মসূচিও করেছেন। কিন্তু পরিচালক কর্তৃপক্ষ তা মানতে নারাজ। তাই বাধ্য হয়ে বঞ্চিত কর্মচারীরা এবার ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে দেখা করেন।  

শুক্রবার (০৩ মার্চ) বঞ্চিত কর্মচারীদের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করে তাদের অভিযোগের কথা জানান। সব শুনে মুখ্যমন্ত্রী তাদেরকে রাজ্যের স্বাস্থ্য দফতরের মন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে কথা বলার পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।