ঢাকা, সোমবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

‘গোল করতে চাই’ হংকং ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী রাকিব

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, অক্টোবর ৫, ২০২৫
‘গোল করতে চাই’ হংকং ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী রাকিব

হংকংয়ের বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচকে সামনে রেখে আত্মবিশ্বাসী বাংলাদেশ জাতীয় দলের ফরোয়ার্ড রাকিব হোসেন। জানালেন, দল পুরো প্রস্তুত এবং তাদের লক্ষ্য একটাই, জয় ছাড়া কিছু নয়।

আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের আগে সংবাদমাধ্যমে কথা বলেন রাকিব। নিজের লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘আসলে প্রতি ম্যাচেই আমাদের পরিকল্পনা থাকে গোল করার। এবারও আলাদাভাবে সে কাজ হচ্ছে। ইনশা আল্লাহ, এই ম্যাচে গোল হবে। ’

কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে প্রস্তুত রাকিব। তিনি বলেন, ‘আমি যেকোনো পজিশনে খেলতে পারি। কোচ যেখানে বলবে, এই ম্যাচেও সেখানেই খেলব। ’ সিঙ্গাপুর ম্যাচে পজিশন পরিবর্তন করে খেলার পর সমালোচনায় পড়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। তবে রাকিবের মতে, তা দলের প্রয়োজনেই করা হয়েছিল।

দলীয় অনুশীলন ও প্রস্তুতি নিয়ে রাকিব বলেন, ‘অনুশীলন ভালো চলছে। মাঠে ও মাঠের বাইরে ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে। হামজা ও শমিত এলে আরও সমন্বিত অনুশীলন হবে। ’

দলে ইনজুরির সমস্যা থাকলেও সেটি নিয়ে খুব একটা চিন্তিত নন রাকিব। তিনি বলেন, ‘এবার অনেক খেলোয়াড় নেওয়া হয়েছে, কারণ দুই-একজন চোটে আছে। সব পজিশনে ব্যাকআপ আছে, আমি মনে করি কোনো সমস্যা হবে না। ’

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের অভিজ্ঞতা তুলে ধরে রাকিব বলেন, ‘সিঙ্গাপুর ম্যাচটা আমরা মোটামুটি ভালোই খেলেছি। অনেক আক্রমণ করেছি, কর্নার পেয়েছি, একটা গোলও করেছি। এবার আমরা সেট পিস নিয়ে বেশি কাজ করেছি। ’

তবে হংকংয়ের বিপক্ষে পয়েন্ট হারানোর সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দেন এই ফরোয়ার্ড, ‘এই ম্যাচটা আমাদের জন্য বাঁচা-মরার লড়াই। এখানে যদি পয়েন্ট হারাই, তাহলে খুব বেশি আশা থাকবে না। আমরা চাই, ম্যাচটা যেন ভালোভাবে শেষ করতে পারি। ’

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।