ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

‘আমরা সরাসরি গণহত্যা দেখছি’—গাজায় গণহত্যা বন্ধে রাস্তায় নামার ডাক গার্দিওলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, অক্টোবর ৫, ২০২৫
‘আমরা সরাসরি গণহত্যা দেখছি’—গাজায় গণহত্যা বন্ধে রাস্তায় নামার ডাক গার্দিওলার সংগৃহীত ছবি

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা গাজার চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। নিজের জন্মশহর বার্সেলোনায় আয়োজিত প্রো-গাজা বিক্ষোভে সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘আমরা গণহত্যার সাক্ষী হচ্ছি।

৫৪ বছর বয়সী এই স্প্যানিশ কোচ সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা সরাসরি একটি গণহত্যা দেখছি, যেখানে হাজার হাজার শিশু ইতোমধ্যেই মারা গেছে এবং আরও অনেকের মৃত্যু আসন্ন। গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত, অসংখ্য মানুষ আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ ছাড়াই হাঁটছে। কেবল একটি সংগঠিত নাগরিক সমাজই এখন জীবন বাঁচাতে পারে এবং সরকারগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে। ’

তিনি আরও যোগ করেন, ‘৪ অক্টোবর দুপুর ১২টায় বার্সেলোনার হারদিনেতস দে গ্রাসিয়া-তে আমরা রাস্তায় নামব এই গণহত্যা বন্ধের দাবিতে। ’

গার্দিওলার এই ভিডিওটি সামাজিক মাধ্যম এক্স-এ (আগের টুইটার) ৫০ লাখের বেশি বার দেখা হয়েছে।

এটাই প্রথম নয়, এর আগেও গাজার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন গার্দিওলা। গত জুনে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণের সময় তিনি বলেছিলেন, ‘গাজায় যা ঘটছে, তা অত্যন্ত বেদনাদায়ক। এটা আমার পুরো শরীরকে কাঁপিয়ে তোলে। এটা কোনো মতাদর্শের বিষয় নয়, এটা জীবন ও মানবতার প্রশ্ন।

আমরা ভাবতে পারি, চার বছরের কোনো শিশুকে যখন বোমা মেরে হত্যা করা হয় বা হাসপাতাল ধ্বংস হয়ে যায়, সেটা আমাদের বিষয় নয়। কিন্তু সাবধান, পরেরটা হয়তো আমাদের সন্তানদের নিয়েই ঘটবে। আমি প্রতিদিন সকালে আমার সন্তান মারিয়া, মারিউস আর ভালেন্তিনাকে দেখি, আর তখনই গাজার শিশুদের কথা মনে পড়ে, আর আমি ভয় পাই। ’

গার্দিওলা এখন ফুটবল দুনিয়ার সেইসব বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগ দিলেন, যারা গাজার মানুষের প্রতি সমর্থন জানাচ্ছেন।

দ্য অ্যাথলেটিক জানায়, ২৯ সেপ্টেম্বর ৫০ জন পেশাদার ফুটবলার এক যৌথ চিঠিতে উয়েফাকে আহ্বান জানান ইসরায়েলকে সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে। এই তালিকায় আছেন ক্রিস্টাল প্যালেসের মিডফিল্ডার শেইখ দুকুরে, সাবেক চেলসি তারকা হাকিম জিয়াচ, সাবেক অ্যাস্টন ভিলা ফরোয়ার্ড আনোয়ার এল গাজি, সাবেক ইপসউইচ টাউন অধিনায়ক স্যাম মরসি, এবং সাবেক লেস্টার সিটি কোচ নাইজেল পিয়ারসন।

এছাড়া ৩ অক্টোবর আথলেতিক ক্লাব বিলবাও ঘোষণা দিয়েছে, তারা তাদের মাঠ সান মামেস-এ শনিবার মায়োর্কার বিপক্ষে ম্যাচের আগে একদল ফিলিস্তিনি শরণার্থীকে আমন্ত্রণ জানাবে।

এর পাশাপাশি শুক্রবার ওসাসুনা–গেতাফে ম্যাচেও দেখা গেছে ইসরায়েলবিরোধী প্রতিবাদ। ১০তম মিনিটে দর্শকেরা মাঠে টেনিস বল ছুড়ে প্রতিবাদ জানান, এতে ম্যাচটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে ইসরায়েলে কোনো উয়েফা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। ইসরায়েলের তথ্যমতে, ওই হামলায় ১১০০ জন নিহত ও প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়।

অন্যদিকে গাজার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।