ঢাকা, সোমবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

হংকংয়ের বিপক্ষে লড়াইয়ের আগে প্রস্তুতিতে খুশি কাবরেরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, অক্টোবর ৫, ২০২৫
হংকংয়ের বিপক্ষে লড়াইয়ের আগে প্রস্তুতিতে খুশি কাবরেরা ছবি: সংগৃহীত

আগামী ৯ অক্টোবর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে আজ অনুশীলনে নামার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা।

জানালেন, দলের প্রস্তুতি নিয়ে তিনি সন্তুষ্ট এবং ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়াই তাদের লক্ষ্য।

অনুশীলন নিয়ে কাবরেরা বলেন, “অনুশীলন খুব ভালো চলছে। ক্যাম্পের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এখন পর্যন্ত দলের অগ্রগতিতে আমি খুবই খুশি ও ইতিবাচক। ”

তবে ইনজুরির কারণে স্কোয়াডে কিছু পরিবর্তন আনতে হয়েছে। সুমন রেজা ও ইব্রাহিম চোট কাটিয়ে উঠতে না পারায় তাদের দল থেকে বাদ দিতে হয়েছে বলে জানান কাবরেরা। তিনি বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন সুমন ও ইব্রাহিম সময়মতো ফিট হয়, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাদের ক্লাবে ফেরত পাঠানো হয়েছে। ”

তারিক কাজী, তপু বর্মন ও আল আমিনের ছোটখাটো ইনজুরি থাকলেও তারা ধীরে ধীরে ফিরছেন। কাবরেরা বলেন, “তারিক ও আল আমিন আজ অনুশীলনে ফিরবে। আশা করছি তপুও দ্রুত ফিরে আসবে। ”

দলে বিদেশে খেলা দুই ফুটবলার হামজা ও শমিত রয়েছেন কাবরেরার মূল পরিকল্পনায়। হামজা আগামীকাল সকালে দেশে ফিরে সরাসরি অনুশীলনে যোগ দেবেন বলে জানিয়েছেন কোচ। “হামজা কাল সকালেই আসবে। সে তিনটি সেশন করতে পারবে আমাদের সঙ্গে। শমিত আসবে পরশু রাতে, তাই তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে,” বলেন কাবরেরা।

প্রতিপক্ষ হংকং সম্পর্কে সতর্ক কাবরেরা বলেন, “তারা শারীরিকভাবে খুবই শক্তিশালী দল। তাদের অনেক খেলোয়াড় চাইনিজ সুপার লিগে খেলে। তবে আমরা যদি সঠিক মানসিকতা নিয়ে খেলি এবং একতাবদ্ধ থাকতে পারি, তাহলে জয় সম্ভব। ”

শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো অবস্থানে থেকেও জয় পায়নি বাংলাদেশ। এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আরও পরিকল্পিত খেলতে চান কোচ কাবরেরা। তিনি বলেন, “আমরা কাজ করছি কোথায় উন্নতি করা দরকার। গোলের সুযোগ তৈরি, ধারাবাহিকতা, সবকিছু নিয়েই আমরা প্রস্তুত। ”

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।