ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সন্ত্রাসী ঢাকাইয়া আকবর গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, মে ২৪, ২০২৫
সন্ত্রাসী ঢাকাইয়া আকবর গুলিবিদ্ধ

চট্টগ্রাম: নগরের পতেঙ্গা থানা এলাকায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজির দশ মামলার আসামি সন্ত্রাসী আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবরকে (৪৪) গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ মে) রাত সাড়ে আটটার দিকে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এই ঘটনা ঘটে।

 

আলী আকবর, নগরের বায়েজিদ বোস্তামী এলাকার মঞ্জু মিয়ার ছেলে। বর্তমানে আলী আকবর,  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

সন্ত্রাসী ছোট সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত আলী আকবর ও সরোয়ার। কারাগারে আটক সন্ত্রাসী ছোট সাজ্জাদ হোসেনের অনুসারী ও তাঁর স্ত্রী তামান্না শারমিনকে নিয়ে কটূক্তি করে নিজের ফেসবুক আইডিতে প্রায়ই ভিডিও দিতো আকবর। পাশাপাশি সাজ্জাদের স্ত্রী তামান্নাও আকবরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে নানা ভিডিও দেয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম জানান, শুক্রবার রাতে পতেঙ্গা সৈকতে একজনকে গুলি করা হয়েছে। তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা গুলি করেছে পুলিশ তা তদন্ত করছে।

ঘটনারপ্রত্যক্ষদর্শীরা  জানিয়েছেন, কারাগারে বন্দী সন্ত্রাসী ছোট সাজ্জাদ হোসেনের অনুসারীরা গুলি করেছে। পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় রাত আটটার দিকে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলো আকবর। ওই সময় হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি দল এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে আকবরকে লক্ষ্য করে। গুলিতে আকবর মাটিতে লুটিয়ে পড়লে অস্ত্রধারীরা চলে যায়। এর আগে গত ২৯ মার্চ সন্ত্রাসী সরোয়ার হোসেনকে লক্ষ্য করে গুলি করলে নগরের বাকলিয়া এক্সরোডে দুইজনের মৃত্যু হয়েছিল।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।