ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীকে ব্ল্যাকমেল, গ্রেপ্তার যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, মে ২৩, ২০২৫
প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীকে ব্ল্যাকমেল, গ্রেপ্তার যুবক ...

চট্টগ্রাম: কলেজছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে শাফায়েত উল্লাহ আকাশ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মোবাইলসহ ১৬ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) রাতে তাকে চকবাজারের বালি আর্কেড শপিংমলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাফায়েত নগরের দেওয়ানবাজার এলাকার মো. শাহ আলমের ছেলে।

পুলিশ জানিয়েছে, ওই যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে টাকা ও মূল্যবান জিনিস হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত।  

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, গ্রেপ্তার শাফায়েত ভিকটিমের ছবি নেট দুনিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। এতে ভিকটিম তার মায়ের ২১ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ ৯০ হাজার টাকা কয়েক দফায় তাকে দিয়েছে। এমন অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছেন। তার থেকে আমরা ব্ল্যাকমেলের কাজে ব্যবহার করা মোবাইল ফোনসহ ৫ লাখ টাকা ও ১৬ ভরি স্বর্ণ উদ্ধার করি। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।