ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সবজির বাজারে ফিরেছে স্বস্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, মে ২৩, ২০২৫
সবজির বাজারে ফিরেছে স্বস্তি ফাইল ছবি

চট্টগ্রাম: বেগুন, টমেটো, গাজর, শসাসহ বেশ কিছু সবজির দাম গত সপ্তাহের তুলনায় কমেছে। এতে স্বস্তি ফিরেছে সবজির বাজারে।

স্থিতিশীল রয়েছে ব্রয়লার, কক এবং দেশি মুরগির দামেও। এদিকে কাঁচা বাজারে স্বস্তি মিললেও, গরু ও খাসির মাংসের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে।
গরুর মাংস ৮০০ এবং খাসির মাংস ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবার (২৩ মে) চট্টগ্রাম নগরের বহদ্দারহাট,  চকবাজার ও কাজীর দেউড়ি কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। বাজারে টমেটো ৩০-৫০, দেশি গাজর ৪০-৬০, লম্বা বেগুন ৬০, সাদা গোল বেগুন ৬০, কালো গোল বেগুন ৭০, শসা ৩০-৫০, উচ্ছে ৬০, করলা ৬০, কাঁকরোল ৪০-৬০, পেঁপে ৮০, মুলা ৬০, ঢেঁড়স ২০-৪০, সজনে ১২০, পটল ৩০-৪০, চিচিঙ্গা ২০-৩০, ধুন্দল ৪০, ঝিঙা ৩০-৪০, বরবটি ৪০-৬০, কচুর লতি ৫০-৭০, মিষ্টি কুমড়া ২৫-৩০, কাঁচা মরিচ ৩০-৫০ এবং ধনেপাতা ৪০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সাদা ও লাল আলু ২০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।  

বাজারে ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা, কক মুরগি ২৫০ টাকা, লেয়ার মুরগি ৩০০-৩১০ এবং দেশি মুরগি ৬৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিমের মধ্যে বর্তমানে প্রতি ডজন ফার্মের লাল ডিম ১২৫–১৩০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দাম মান ও আকারভেদে ৫৫-৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রসুনের মধ্যে দেশি রসুন ১২০, চায়না রসুন ১৮০-২০০ টাকা আর চায়না আদা ১৮০-২০০ এবং ভারতীয় আদা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মুদি সামগ্রীর মধ্যে ছোট মসুর ডাল ১৩০, মোটা মসুর ১১০, বড় মুগ ১৪০০, ছোট মুগ ১৭০, খেসারি ১০০, বুটের ৬০, মাষকলাই ১৯০, ডাবলি ৬০ ও ছোলা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও বাদাম, কিসমিস, মসলা আগের মতই, চাল ১১০–১৫০, চিনি ১১০–১১৫, ময়দা ১৫০, আটা ১১৫, সয়াবিন তেল ১৫৭–১৮৯ এবং সরিষার তেল ১৯০ টাকা প্রতি লিটার দরে পাওয়া যাচ্ছে।

মাছের বাজারে ইলিশ ১২০০ থেকে ৩০০০, রুই ৪০০ থেকে ৬০০, কাতল ৪০০ থেকে ৫৫০, বেলে ১১০০থেকে ১৩০০, কালিবাউশ ৪০০ থেকে ৭০০, চিংড়ি ৯০০ থেকে ১৭০০, কাঁচকি ৪০০, কৈ ২৫০ থেকে ৩০০, পাবদা ৪০০ থেকে ৫০০, শিং ৪০০ থেকে ৬০০, টেংরা ৭০০ থেকে ১০০০, বোয়াল ৬০০ থেকে ১২০০, শোল ৭০০ থেকে ১০০০, চিতল ৬০০ থেকে ১০০০ এবং রূপচাঁদা ১২০০ থেকে ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চকবাজার কাঁচা বাজারের ব্যবসায়ী আমির হোসেন বাংলানিউজকে বলেন, সরবরাহ স্বাভাবিক থাকায় কাচাঁ বাজারে প্রায় সব কটি সবজির দাম কম। ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে পছন্দ মতো সবজি কিনতে পারছেন।  

বহদ্দারহাট কাঁচা বাজারের সবজি কিনতে আসা জমির উদ্দিন বাংলানিউজকে বলেন, সব ধরনের সবজি ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। ইচ্ছে মতো সব ধরনের সবজি কিনে নিতে পারছি। বাজারে আরও তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছেন এ ক্রেতা।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।